বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত।
ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টা থেকে হাজিরহাট পশ্চিম বাজারে এ কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ আমিমুল ইসলাম (জসিম)।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক জনাব এ্যাড. মুহাম্মদ মুয়াযযম হোসাইন (হেলাল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জনাব এ.কে.এম ফখরুদ্দিন খান রাযী,ভোলা জেলার আমির জনাব মুহাম্মদ জাকির হোসাইন,ভোলা জেলার সেক্রেটারি জনাব কাজী মাওঃ মুহাম্মদ হারুন অর রশিদ,সাবেক ভোলা জেলা আমির জনাব অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ মোস্তফা কামাল ও মনপুরা উপজেলার সাবেক আমির জনাব হাফেজ মাওঃ মুহাম্মদ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনপুরা উপজেলার সেক্রেটারি জনাব নুরনবী শিবলীসহ মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ।