কি পরিমান নির্যাতনের শিকার হয়েছিলেন সেদিন খালেদা জিয়া
এইচ এম সোহেল
মানবতা কোথায়…. ‼️
খালেদা জিয়ার হাতটা দেখেছেন? আঙুলগুলা ফুলে ঢোল হয়ে আছে। আরেক হাতের অবস্থা আরও খারাপ।
২০২০এ যখন বেগম জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি(!) পেয়েছিলেন, খালেদা জেল থেকে বের হয়েছিলেন হাতে একটা হলুদ ন্যাকড়া পেচিয়ে। কখনও পাবলিক স্পেসে মুখ ফুটে বলেননি যে কি পরিমাণ অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
খুব কষ্ট লাগে যখন একজন নির্যাতিত, দেশের জনগণের জন্যে আপোষহীন ভাবে লড়ে যাওয়া প্রায় ৮০ বছরের একজন নারীকে নিয়ে ট্রল করা হয়।
খালেদা তো এই দেশের নারীদের জন্য অনেক করেছেন, প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে নারীদের অবৈতনিক শিক্ষা-উপবৃত্তি কত কিছুই না করেছেন। কিন্তু নারী হবার “দাম” দিয়েছেন সুদাসলে। সকাল-বিকাল তাকে নিয়ে অশ্লীল সব ইংগিত করতেন তারই সমবয়সী আরেক নারী। খালেদা একটা টু শব্দও করতেন না, তার হাতে তারই প্রতিদ্বন্দীর ব্যক্তিগত সহকারীর লেখা বইয়ের রেফারেন্সে অজাচারের বর্ণনা দিতে পারতেন প্রতিদিন। দেননি। কিন্তু এই দেশের নারীরা? তারা কি করেছেন?
এমনিতে কখনো টিপ নিয়ে, কাপড় নিয়ে কোথাও কোন নারী সামান্য বক্রোক্তির শিকার হলে তারা মাঠে নেমে পড়েন। তারা খালেদার জন্য কখনো নামেননি, খালেদার চিকিৎসার জন্য নামেননি।
নারীরা থাকুক, আমরা সাধারণ জনগনরাই বা কি করেছি? আমরা চিরকাল খালেদাকে মেপে এসেছি হাসিনার সমান করে। অথচ খালেদা হাসিনার চেয়ে অন্তত কয়েকশ এস্পেক্টে আলাদা। কিন্তু আমরা বারবার খালেদাকে ফেলতে চেয়েছি হাসিনার ডাইসে। ঠিক প্রথম আলোর মতন করে।
এই তো বরাবরের মত গত রাতেও অজস্র ট্রল হয়েছে তার ভ্রু নিয়ে। আমি তাদের দোষ দেই কি করে? তাদের বিবেকে যা এসেছে তাইই করেছে। আর তারা যেই স্ফিয়ারে বড় হয়েছে সেখানে খালেদা-হাসিনার মধ্যে পার্থক্য করার কোন সুযোগও ছিল না।
খালেদা মুজিব বা হাসিনার মতন ঈশ্বরসম কোন প্রতিমূর্তি না। খালেদা একজন মানুষ, তারও অনেক রাজনৈতিক ভুল ছিল। কিন্তু যেই মহিলা প্রতি রমজানে প্রথম ইফতার করতেন এতিম শিশুদের সাথে, সেই খালেদাকে “এতিমের টাকাচোর” বানিয়ে যেভাবে বছরের পর বছর সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল একটা পরিত্যাক্ত কারাগারে, এই ভয়াবহ অন্যায়ের জায়গায় নিজের মা বা দাদীকে একবার বসিয়ে দেখুন। পায়ে হেটে কারাগারে ঢুকেছিলেন খালেদা, সেই খালেদা একরকম পঙ্গু হয়ে জেল থেকে বের হলেন। এই জুলুমের আসলেই কোন উত্তর হয়? কোন প্রতিবিধান হয়?
খালেদা জিয়া বড্ড নি:সঙ্গ, বড্ড অভিমানী, নিজের খারাপ লাগা অন্যজনের মতন ব্যবসা করা তো দূরে থাক, অসম্ভব নীরবতায় চেপে রাখেন। স্বামী-ছেলে হারানোর ব্যাথা চেপে বাংলাদেশকে আকড়ে ধরে থেকেছেন। আমি জানি না, খালেদা আমাদের ক্ষমা করেছেন কিনা। হয়তো হ্যা, হয়তো বা না।