নিজস্ব প্রতিবেদক :::
বাইরের জেলা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেপ্তার করায় পুরস্কার পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) হরষিৎ মন্ডল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বরিশালের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে আর্থিক পুরস্কার তুলেন হরষিৎ মন্ডলের হাতে।
জানা গেছে- কাউনিয়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলা নং ৩ (৫/১০/২৪) এর এজাহার নামীয় ১ নং আসামিসহ সকল আসামিকে ঢাকা এবং ভারতের হিলি বর্ডার থেকে গ্রেপ্তার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী বিজ্ঞ আদালতে রেকর্ড লিপিবদ্ধ করান। তদন্তমূলক সকল কার্যে বরিশালের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই হরষিৎ মন্ডলকে মানি রিয়াডসহ আর্থিক পুরস্কারে প্রদান করেন।
এ বিষয়ে পুরস্কারপ্রাপ্ত হরষিৎ মন্ডল বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলার সকল আসামী দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে ছিল। সম্প্রতি তাদের গ্রেপ্তার গ্রেপ্তার করতে সক্ষম হই। এরই পরিপ্রেক্ষিতে কর্মমূল্যায়ন স্বরুপ পুলিশ কমিশনার পুরস্কার দিয়েছেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ–পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা ও থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল নিশাতসহ অন্যান্য কর্মকর্তারা