আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা বিশেষ মহড়া ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকেল ৩টায় এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়। ওসি জাকির সিকদারের নেতৃত্বে পুলিশি দলটি থানার সামনে থেকে যাত্রা শুরু করে নথুল্লাবাদ, রায়পাশা-কড়াপুর, মাধবপাশা ও রহমতপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয়। পরে এটি পুনরায় থানায় গিয়ে শেষ হয়।
এ সময় সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতার বিষয়টি তুলে ধরা হয়। ছিনতাই, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সদস্যরা।
এ বিষয়ে ওসি জাকির সিকদার বলেন, “ঈদে মানুষের নিরাপদ যাতায়াত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমাদের এ প্রচেষ্টা। আমরা চাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে স্বপরিবারে ঈদ উদযাপন করুন।”
এয়ারপোর্ট থানা পুলিশের এ ধরনের মহড়া ও সচেতনতামূলক প্রচারণা জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার আশ্বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।