ঝালকাঠি প্রতিনিধি::: ঝালকাঠির নলছিটিতে একই রশিতে ঝুলন্ত অবস্থায় রুবী বেগম (৫৫) ও তাঁর ছেলে আসাদ মাঝির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব রায়াপুর গ্রামের একটি বাগান থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। রুবী বেগমের দেবর শান্ত মির্জা তিনি বলেন, আজ সকালে কলাবাগানে পানি দিতে গিয়ে বাগানের ভেতর থাকা একটি রেইনট্রিতে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তাঁদের দেখতে পেয়ে স্থানীয়দের ডাক দিই। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে আবু হানিফ মাঝির দুই ছেলে আহাদ মাঝি ও সোহাগ মাঝি নিখোঁজ রয়েছেন। কিন্তু দুজনের মৃত্যুর ঘটনায় কেউ কোনো তথ্য দিতে রাজি হননি। এ বিষয়ে জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। |