1. live@www.thedailydokhinershomachar.com : দৈনিক দক্ষিণের সমাচার : দৈনিক দক্ষিণের সমাচার
  2. info@www.thedailydokhinershomachar.com : দৈনিক দক্ষিণের সমাচার :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালের ঋন গ্রস্ত যুবকের আত্মহত্যা টিকটকে পরিচয়ে দুই কিশোরীর প্রেম, পুলিশে দিল পরিবার মৈলভীবাজারে দেখা মিললো সোনালি রঙ্গের কৈ মাছ নগরীর কেডিসি তে আওয়ামী লীগ নেত্রীর মাদক ব্যাবসা রমরমা বরিশাল সিটির মেয়র ঘোষনার দাবিতে জাপা প্রার্থীর মামলা আদালত প্রাঙ্গণ থেকে এসির আউটডোর মেশিন চুরির বহুল আলোচিত ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে নগর পুলিশের তৎপরতায় চোরাই মালামাল সহ আটক ১জন পুলিশ কমিশনারের কাছে কোতোয়ালি মডেল থানার এস আই সাইফুল এর নামে এক ভুক্তভোগী মহিলার অভিযোগ। নগরীতে হারিয়ে যাওয়া নগদ অর্থ ও অলংকার ফিরিয়ে দিয়ে প্রসংশায় ভাসছে এয়ারপোর্ট থানা পুলিশ নিজের সন্তান কে বিক্রি করে মোবাইল ও পায়ের নূপুর কিনলেন মা পিরোজ পুর এলজিডির ৫ কর্মকর্তা গ্রেফতার

বরিশাল সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, সটকে পড়লেন জেলা রেজিস্ট্রার

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল জেলা অফিসের একজন সহকারি পরিচালক পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তবে দুদকের অভিযানের খবর কোনো মাধ্যম আগাম নিশ্চিত হয়েই অফিস থেকে সটকে পড়েছেন জেলা রেজিস্ট্রার মো. মহশিন মিয়া। পরে দুদকের টিম সেখান থেকে দুর্নীতির মাধ্যমে তৈরি বেশ কয়েকটি ভূমির মালিকানা কাগজপত্র উদ্ধার করেছেন।

দুদক জানিয়েছে, বরিশাল সদর সাব রেজিস্টার অফিসে গ্রাহক জিম্মি করে অর্থ হাতানোসহ অনিময়-দুর্নীতির মাধ্যমে জমির দলিল তৈরি করা হয়। এবং এই অবৈধ অর্থ জেলা রেজিস্ট্রার থেকে শুরু করে সাব রেজিস্ট্রার এবং নারী কর্মচারী পর্যন্ত ভাগবাটোয়ারা করে নেয়। এছাড়া সাবেক সাব রেজিস্ট্রার অসীম কল্লোলের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে জমির দলিল দেওয়ার অভিযোগও আছে। দুদক কেন্দ্রীয় কার্যালয় এমন তথ্য-উপাত্ত্ব দিয়ে বুধবার অভিযান চালানোর নির্দেশনা দিলে সেই আলোকে বরিশাল অফিসের কর্মকর্তারা মাঠে নামেন।

এই তথ্য নিশ্চিত করে দুদক বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানান, বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। জমির মূল্য অনুযায়ী সরকার নির্ধারিত একটি উৎস্য কর থাকে, এই উৎস কর উপেক্ষা করে সরকারি কোষাগারে কম উৎস্য কর প্রদর্শন করে প্রদানপূর্বক দলিল রেজিস্ট্রেশন করেছে। পরবর্তীতে দেখা গেছে এক মাস, দুই মাস পরে বিভিন্ন দলিলে বিভিন্ন রকমের দাম দেখিয়ে উৎস্য কর জমা দিয়েছে। কিন্তু ওই দলিলের যে উৎস করে অতিরিক্ত টাকা পরবর্তীতে আদায় করেছে, সেটা সরকারি কোষাগারে জমা হয় মর্মে রেজিস্টারের কোথাও খুঁজে পাওয়া যায়নি।

তবে সাব রেজিস্ট্রি অফিস এবং দলিল লেখকদের একটি সূত্র জানিয়েছে, জেলা রেজিস্ট্রার মহশিন মিয়া বুধবারও অফিস কক্ষে ছিলেন। দুপুরেও তাকে অনেকে দেখেছেন। কিন্তু দুদকের টিম যখন সাব রেজিস্ট্রারের অফিস অভিমুখে যাচ্ছিল, ঠিক তখনই কোনো এক ফাঁকে মহশিন মিয়া অফিস ত্যাগ করেন। পরে তাকে দুদকের তরফে ফোন করা হলে তিনি জানান, ছুটি নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেছেন।

এক্ষেত্রে দুদক কর্মকর্তার ভাষ্য হচ্ছে, জেলা রেজিস্ট্রারের দপ্তরে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে যা পাওয়া গেছে তা প্রতিবেদনে উল্লেখ করে দুদক প্রধান কার্যালয় ঢাকায় পাঠানো হবে। এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট