1. live@www.thedailydokhinershomachar.com : দৈনিক দক্ষিণের সমাচার : দৈনিক দক্ষিণের সমাচার
  2. info@www.thedailydokhinershomachar.com : দৈনিক দক্ষিণের সমাচার :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালের ঋন গ্রস্ত যুবকের আত্মহত্যা টিকটকে পরিচয়ে দুই কিশোরীর প্রেম, পুলিশে দিল পরিবার মৈলভীবাজারে দেখা মিললো সোনালি রঙ্গের কৈ মাছ নগরীর কেডিসি তে আওয়ামী লীগ নেত্রীর মাদক ব্যাবসা রমরমা বরিশাল সিটির মেয়র ঘোষনার দাবিতে জাপা প্রার্থীর মামলা আদালত প্রাঙ্গণ থেকে এসির আউটডোর মেশিন চুরির বহুল আলোচিত ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে নগর পুলিশের তৎপরতায় চোরাই মালামাল সহ আটক ১জন পুলিশ কমিশনারের কাছে কোতোয়ালি মডেল থানার এস আই সাইফুল এর নামে এক ভুক্তভোগী মহিলার অভিযোগ। নগরীতে হারিয়ে যাওয়া নগদ অর্থ ও অলংকার ফিরিয়ে দিয়ে প্রসংশায় ভাসছে এয়ারপোর্ট থানা পুলিশ নিজের সন্তান কে বিক্রি করে মোবাইল ও পায়ের নূপুর কিনলেন মা পিরোজ পুর এলজিডির ৫ কর্মকর্তা গ্রেফতার

টিকটকে পরিচয়ে দুই কিশোরীর প্রেম, পুলিশে দিল পরিবার

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে সমকামিতার অভিযোগে দুই কিশোরীকে পুলিশে সোপর্দ করেছেন অভিভাবকরা। অভিযুক্ত ওই দুই কিশোরী বিয়ের কথা বললেও প্রমাণ দেখাতে পারেনি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানায় হস্তান্তর করা দুই কিশোরীর মধ্যে একজন চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলার (২০); অন্যজন গোপালগঞ্জের কোটালিপাড়ার (১৬)। দুই কিশোরীই ভিন্ন ধর্মের অনুসারী বলে জানা গেছে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাববিনিময় হয়। একপর্যায়ে তারা গত ১৭ এপ্রিল পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহবন্ধনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।

অভিযুক্ত এক কিশোরী বলেন, আমি দশম শ্রেণিতে পড়ি। আমি গোপালগঞ্জের কোটালিপাড়ায় থাকি। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। মা আমার আচরণ অস্বাভাবিক জানিয়ে আমাকে ঘরে তালাবন্ধ করে রেখেছিল।

পরে তার কথায় আমি সুযোগ বুজে চলতি মাসের ৬ এপ্রিল বাসা ছেড়ে পালিয়ে আসি। এরপর তার সঙ্গে নরসিংদীতে আমার এক বান্ধবীর বাসায় দুজনে থাকি। এরপর ১৭ এপ্রিল ঢাকায় আমাকে বিয়ে করে সে। আমি আমার হাতেও তার নামে ট্যাটু লিখেছি। আমি তার সঙ্গে সংসার করতে না পারলে মারা যাব।

অভিযুক্ত আরেক কিশোরী বলেন, আমার জন্য সে ঘর ছেড়েছে। আমি ওকে বিয়ে করেছি। ওকে আমি কারো কাছে যেতে দিব না। সে শুধু আমার। তারা আরও বলেন, আমরা আবেগে নয় বরং মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হই।

এই ঘটনায় আইনি পদক্ষেপ সম্পর্কে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান, হিন্দু কিশোরী হারিয়েছে মর্মে একটি জিডি হয়েছে। মূলত চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। তারা গত ১৭ এপ্রিল তারিখে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহের কোনো প্রমাণ দেখাতে পারেনি। কিশোরীটি হারিয়ে যাওয়া জিডিমূলে পুলিশ তাকে উদ্ধার করেছে। তাকে তার বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট