নিজস্ব প্রতিবেদক, বরিশাল::: বাংলাদেশ পুলিশে কর্মদক্ষতা ও যথাযথ দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে বাংলাদেশ পুলিশের সম্মানজনক আইজিপি ব্যাজ (২০২৪) পেলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিনান্স) মোঃ নাজিমুল হক ও পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।
বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৎ চৌকাশ কর্মদক্ষ পুলিশ অফিসার মোঃ নাজিবুল হক বাংলাদেশ পুলিশের সম্মানজনক আইজিপি ব্যাজ পেয়েছেন।জানা যায় বাংলাদেশ পুলিশে যোগদান করার পর থেকে নাজিমুল হক সব সময় তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা নিষ্ঠা এবং কর্মদক্ষতার পরিচয় দিয়ে আসছেন। অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বাংলাদেশ পুলিশের একজন গৌরবময় সদস্য।অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক আইজিপি ব্যাজ পাওয়ায় বরিশাল রেঞ্জের সকল পুলিশ সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বরিশাল রেঞ্জের আরেকজন অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী মোহাম্মদ সাজিদুল ইসলাম সজল বাংলাদেশ পুলিশের সম্মানজনক আইজিপি ব্যাজ পেয়েছেন।সাজেদুল ইসলাম সজল আইজিপি ব্যাজ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী জেলা পুলিশের সদস্যরা।
বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের কর্মদক্ষ দুইজন পুলিশ অফিসার আইজিপি ব্যাজ ২০২৪ পাওয়ায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বহুল প্রচারিত দৈনিক দখিনের সমাচার বরিশালের প্রকাশক ও সম্পাদক এইচ এম সোহেল ও নির্বাহি সম্পাদক সালমান হোসেন সানি সহ পত্রিকার সাংবাদিকবৃন্দরা